শেরপুরে ১৫ বোতল ভারতীয় মদসহ আটক ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২ শেরপুরে ১৫ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ মদসহ মোঃ খোরশেদ আলম (৪৫) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১৫ জানুয়ারি শনিবার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে ওই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মোঃ খোরশেদ আলম ঝিনাইগাতী উপজেলার মফিজল হকের ছেলে। জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের উত্তরা ব্রীকসের সামনে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ১৫ বোতল ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারসহ মোঃ খোরশেদ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩০,০০০/- টাকা। ডিবির এসআই আজিজুল হাসান নের্তৃত্বে ওই অভিযানে অংশ নেন এএসআই সুমন মিয়া, এএসআই আবু জাফর, এএসআই, মাহবুব আলম, কনস্টেবল ফারুক ও রফিক মিয়া। Related posts:শেরপুরের নয়আনী বাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানশেরপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতশেরপুরে একটি ঘটনার জের ধরে পুলিশ পরিচয়ে সাংবাদিকের বাসায় গিয়ে হুমকি প্রর্দশন Post Views: ২৮৪ SHARES শেরপুর বিষয়: