বিশ্বে করোনায় এক দিনে ২০ লক্ষাধিক শনাক্ত, মৃত্যু প্রায় ৬ হাজার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২ বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩১ হাজার ১৫৫ জন। যা আগের দিনের চেয়ে ৫ লাখ ৫৮ হাজার ৬৭২ জন কম। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯২৪ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ১৩০০ বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৪৬০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৯১ জনের। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ২৯ লাখ ৪৯ হাজার ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৯১ হাজার ৫৮৯ জন মারা গেছেন। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৫ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৭৯৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ লাখ ২২ হাজার ৩১১ জন। করোনা থেকে সুস্থ হয়েছে ২৮ কোটি ১৮ লাখ ২০ হাজার ২২৬ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। Related posts:তুরস্কে ৩৮ হাজার অভিবাসী আটকলস অ্যাঞ্জেলেসে ফের দাবানলের তাণ্ডবইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত ২৩ Post Views: ১৯৩ SHARES আন্তর্জাতিক বিষয়: