গজনী অবকাশে এবার উদ্বোধন হলো প্যাডেল বোট ও সাম্পান নৌকা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২ পর্যটক আকর্ষণ করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে এবার চালু করা হলো দৃষ্টিনন্দন প্যাডেল বোট ও দোলনা সাম্পান নৌকা। ২৯ জানুয়ারি শনিবার দুপুরে গজনী অবকাশের লেকের পাশে ওই সাম্পান নৌকার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি গজনীতে পর্যটক আরও বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কিছু উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। এরই আওতায় দোলনা সাম্পান নৌকা ও প্যাডেল বোট চালু করা হলো। এর আগে জিপ লাইনিং, ঝুলন্ত ব্রিজ ও ক্যাবল কার চালু করা হয়েছে। আশা করছি এসবের মাধ্যমে জেলায় পর্যটকের আগমন বাড়বে। সাম্পান উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, পুলিশ সুপার পত্নী কাজী মোনালিসা মারিয়া, জেলা প্রশাসনের আরডিসি রুয়েল সাংমাসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে ইউপি নির্বাচনের দুই দিন পর বস্তাভর্তি ব্যালট উদ্ধারতীব্র শীত আর ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্তশেরপুর পৌরসভায় আ’লীগের মনোনয়ন বঞ্চিত এক প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর, আহত-১ Post Views: ৩৩২ SHARES শেরপুর বিষয়: