ঝিনাইগাতীতে ১ হাজার পিস ইয়াবাসহ শ্রমিক নেতা গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২ শেরপুরের ঝিনাইগাতীতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুহু মিয়া (৪৫) নামে এক শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তেতুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুহু মিয়া স্থানীয় ঘাঘড়া মোল্লাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ও ঝিনাইগাতী উপজেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। জানা যায়, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর নির্দেশনায় মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই আজিজুল হকের নেতৃত্বে একটি অভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা এলাকায় অভিযান চালায়। ওইসময় পলিথিনে মোড়ানো ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুহু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির পরিদর্শক মো. রেজাউল হক জানান, ওই ঘটনায় নুহু মিয়ার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। Related posts:শেরপুরের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোনালিসা বেগমঅবৈধ হর্ন ব্যবহার, শেরপুরে ৫ ট্রাক ও বাস চালককে জরিমানাদ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শেরপুরে ব্যবসায়ীদের সাথে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত Post Views: ৩৫৭ SHARES শেরপুর বিষয়: