ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন, বিশ্বাস বাইডেনের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২ ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটি বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া একটি ভাষণে মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বাইডেন বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালানো হবে। কয়েকদিনের মধ্যে এই হামলা হবে। তবে রাশিয়া বাইডেনের এমন দাবি অস্বীকার করেছে। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাস করে রাশিয়ান বাহিনী আগামী সপ্তাহে ইউক্রেনে হামলা করার পরিকল্পনা করছে। এই মুহূর্তে আমি নিশ্চিত যে পুতিন হামলার সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমা দেশগুলোর শঙ্কা, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর জন্য অজুহাত খুঁজছে। মার্কিন যুক্তরাষ্ট্র অনুমান করছে যে ইউক্রেনের ভেতরে এবং কাছাকাছি ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার রুশ সেনা রয়েছে। এই পরিসংখ্যানে পূর্ব ইউক্রেনের দোনেস্ক এবং লুহানস্কের ভেতরে রাশিয়ান সমর্থিত যোদ্ধারাও রয়েছে। এদিকে শুক্রবার রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দোনেস্ক এবং লুহানস্ক শহরের নেতারা তাদের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের হামলার শঙ্কা থেকেই তারা এমন নির্দেশ দেন। তবে ইউক্রেন জানিয়েছে, তাদের হামলার পরিকল্পনা নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, রাশিয়ান বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। Related posts:বরকে পেছনে বসিয়ে স্কুটি চালিয়ে শ্বশুরবাড়ি গেলেন নববধূইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামেনিরচীনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র Post Views: ১৩৭ SHARES আন্তর্জাতিক বিষয়: