শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২২

তীব্র অর্থনৈতিক সংকটের জের ধরে শ্রীলঙ্কায় সহিংস বিক্ষোভের পর গতকাল শুক্রবার গভীর রাতে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, গত কয়েক দশকের মধ্যে শ্রীলঙ্কায় এমন অর্থনৈতিক সংকট দেখা যায়নি। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিক্ষোভে প্রায় দিনই রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ। গত বৃহস্পতিবার একটানা ১৩ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার পর রাজধানী মিরিহানা জেলায় শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষের বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
এমন পরিস্থিতিতে প্রথমে রাজধানী কলম্বোয় কারফিউ জারি করা হয়। এরপর গতকাল রাতে সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জরুরি অবস্থা জারি করা হলো। শ্রীলঙ্কার সরকারি গেজেটে বলা হয়েছে, জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ ও প্রয়োজনীয় পরিষেবাগুলোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবারের বিক্ষোভস্থল থেকে শ্রীলঙ্কা পুলিশ অন্তত ৪৫ জন বিক্ষোভকারীকে আটক করেছে।
বেশ কয়েক মাস ধরে শ্রীলঙ্কায় রিজার্ভ সংকটের কারণে পণ্য আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছুঁয়েছে। গ্যাস সংকটের কারণে মানুষ রান্নার চুলা জ্বালাতে পারছেন না। কেরোসিন নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে।