শ্রীবরদীতে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২ শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে বাবা সুরুজ আলীকে (৬২) লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে মো. বিল্লাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। ২২ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার গোশাইপুর ইউনিয়নের চাউলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় নিহত সুরুজ আলীর ছোট ছেলে আব্দুল কুদ্দুছ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. বিল্লাল হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনার পরপরই পুলিশ বিল্লাল হোসেনকে গ্রেফতারে অভিযান চালায়। পরে রাত সাড়ে ১১টার দিকে গোশাইপুর ইউনিয়নের চাউলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে শেরপুরের আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, শনিবার বিকেল ৩টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে বিল্লাল হোসেনের লাঠির আঘাতে খুন হন বৃদ্ধ বাবা সুরুজ আলী। Related posts:গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে ঝিনাইগাতীতে গ্রেফতার ১ঝিনাইগাতীতে সেচের অভাবে দীর্ঘদিন যাবত অনাবাদি দুই শতাধিক একর বোরো জমিচতুর্থ ধাপে শেরপুর ও শ্রীবরদী পৌরসভাসহ ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি Post Views: ১৯৪ SHARES শেরপুর বিষয়: