নকলায় বিশ্ব জনসংখ্যা দিবসে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২

শেরপুরের নকলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্বর থেকে ওই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

ওইসময় নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা সৈয়দা সানজিদা আরফিন ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহন করেন।