ঝিনাইগাতীতে পুকুর থেকে স্কুল ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে পুকুর থেকে মীম আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ জুলাই রবিবার বিকেলে উপজেলার পূর্ব বাকাকুড়া গ্রামের আবু সাইদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মীম উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া আদর্শ গুচ্ছগ্রামের মমিন মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীম আক্তার কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। মাঝে-মধ্যে সে বাড়ি থেকে বিভিন্নস্থানে চলে যেতো। আবার এক-দুই দিন পর বাড়িতে ফিরে আসতো। গত শুক্রবার সন্ধ্যায় মীম আদর্শ গুচ্ছগ্রামের বাড়ি থেকে বাকাকুড়া বাজারের উদ্দেশে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তার সন্ধান পাননি। এদিকে, রোববার দুপুরে উপজেলার পূর্ব বাকাকুড়া গ্রামের আবু সাইদের পুকুরে একটি বস্তা ভাসতে দেখেন স্থানীয় লোকজন। ওই বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীনের নেতৃত্বে ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তায় এক অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ পাওয়া যায়। পরে গুচ্ছগ্রামের বাসিন্দা মমিন মিয়া লাশটি তার মেয়ে মীম আক্তারের বলে শনাক্ত করেন। এব্যাপারে অতিরিক্ত পুলিশ (নালিতাবাড়ী সার্কেল) সুপার আফরোজা নাজনীন সাংবাদিকদের বলেন, মরদেহটি প্রায় অর্ধগলিত ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। Related posts:শেরপুরে সরকারি কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের ঈদ শুভেচ্ছা বিনিময়শেরপুরে গ্রামীণ নারীদের আলোর পথ দেখাচ্ছে ‘তথ্য আপা’ঝিনাইগাতীতে ২৭ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ Post Views: ৬১৭ SHARES শেরপুর বিষয়: