নকলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে বিদ্যালয় ও এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২ শেরপুরের নকলায় চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙনরোধে প্রকল্প গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। ৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রহ্মপুত্র নদের তীরে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন নারায়ণখোলা গ্রামের হযরত আলী, কলেজ শিক্ষক শরীফ আহমেদ খান, সাবেক ইউপি সদস্য রুকুনুজ্জামান খান, উমর ফারুক খান, মোহাম্মেল হোসেন রাজিব, চরবসন্তী গ্রামের মোখলেছুর রহমান খান প্রমুখ। জানা যায়, ব্রহ্মপুত্র নদের উত্তরপাড়ে ভাঙনে ইতোমধ্যে নারায়ণখোলা দক্ষিণ গ্রামের প্রায় ১ হাজার ৫০০ একর আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিলীন হয়েছে হাজার হাজার গাছ-পালা, ৫ শতাধিক ঘরবাড়িসহ ২টি মসজিদ ও খেলার মাঠ। বাস্তচ্যুত হয়েছে কয়েকশ পরিবার। ভাঙনের হুমকীতে থাকা নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রথমিক বিদ্যালয়ের নতুন একতলা পাকা ভবনটি দু’বছর আগে নিলামে বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে বিদ্যালয়ের শ্রেণিপাঠ চলছে একটি পরিত্যক্ত আধা পাকা ঘরে। সেটিও রয়েছে ভাঙনের হুমকীতে। এটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে এলাকায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। মানববন্ধনে বক্তাগণ ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে বিদ্যালয় ও এলাকা রক্ষায় নদীর উত্তরপাড়ে বেড়ীবাঁধ নির্মাণের দাবি জানান। Related posts:নালিতাবাড়ীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণশেরপুরে নকল সোনার বারসহ গ্রেফতার-২ঝিনাইগাতীতে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন Post Views: ১৬২ SHARES শেরপুর বিষয়: