আ.লীগের জাতীয় সম্মেলনের আগেই সহযোগী সংগঠনের কাউন্সিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯ শ্যামলী নিউজ ডেস্ক : আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই দলটির সহযোগী সংগঠনগুলোর সম্মেলন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে তিনি এমন নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলের নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী। ওবায়দুল কাদের বলেন, স্বচ্ছ ভাবমূর্তির নেতারা আওয়ামী লীগের আগামী কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অভিযান চলবে। দলের তৃণমূল পর্যায়ে যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো হবে, আমাদের দলের মধ্যে যেন কোনো অনুপ্রবেশকারী না ঢুকতে পারে এবং নতুন যে কমিটি হবে সেগুলোতে যেন স্থান করে নিতে না পারে সে বিষয়ে তিনি সতর্ক থাকতে বলেছেন। নতুন কমিটিতে যেন পরগাছা আগাছা স্থান না পায় সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের সম্মেলন করতে বলা হয়েছে জাতীয় সম্মেলনের আগেই। Related posts:আজ শেখ হাসিনার ৭৪তম জন্মদিন২০২৩ সালে আওয়ামী লীগের ২৭ কোটি টাকা আয়যুবলীগের নতুন সাধারণ সম্পাদক নিখিল Post Views: ১৮০ SHARES রাজনীতি বিষয়: