শেরপুরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে ৩নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় শহরের ঢাকলহাটীস্থ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আরিফ রেজার রাজনৈতিক কার্যালয়ে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই প্রয়াত শ্রমিক নেতা মরহুম সেলিম রেজাসহ ৩নং ওয়ার্ডের মৃত্যুবরণকারী আওয়ামী লীগ নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় সভাপতিত্বের বক্তব্যে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা বেসিক ট্রেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আরিফ রেজা বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। আসুন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি। তার ত্যাগ এবং তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। জাতীয় শোক দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।
ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের মসজিদে নূর মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তারা মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফরিদ আহম্মেদ, আ: হান্নান, মোখলেছুর রহমান, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামছুদ্দোহা টারজান, আনিছুর রহমান মন্ডল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ কফিল উদ্দিন, আবুল বাশার বিপুল,ওইসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসান।