শেরপুরে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্যদের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শেরপুরে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া-আলোচনা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি । জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আরিফ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম।


অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ওইসময় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হোসেন আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফখরুল হাসান, মোঃ শাহজাহান আলী, জাকির হোসেন, আবুল হাসেম, করম আলী, আঃ হান্নান, যুব লীগ নেতা সোহাগ আলম জয়, আবুল বাশার বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দুস্থ ও অসহায় মানুষের খাবার বিতরণ করা হয়।