নালিতাবাড়ীতে কয়েলের আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

মশা তাড়াতে জ্বালানো কয়েলের আগুনে পুড়ে মারা গেলেন মিলন (৬৫) নামে এক বৃদ্ধা। বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। মিলন ওই গ্রামের সবুজের স্ত্রী।

পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন আগুনে পুড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, নালিতাবাড়ীর বারমারী বাজারের মালি (ঝাড়ুদার) বৃদ্ধা মিলন প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এসময় মশা তাড়ানোর জন্য তার পায়ের কাছেই কয়েল জ্বালানো ছিল। রাতের প্রথমার্ধের কোনো এক সময় কয়েলের আগুন তার বিছানায় লেগে বিছানাপত্রসহ পরনের কাপড় এবং শরীরের নিম্নাংশ পুড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে এ আগুন ঘরের অন্য কোথাও ছড়ায়নি তাই আশেপাশের কেউ বুঝতে পারেননি।
এদিকে তার সাথে বসবাসকারী একমাত্র ছেলে বাছিন্দ্র সাংমা বাড়ির কাছেই শান্তির মোড়ে আড্ডা শেষে মধ্যরাতে বাড়ি ফিরে মায়ের এমন করুন চিত্র দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য হযরত আলী জানান, নিহত মিলন এক সময় খ্রিষ্টান ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী ছিলেন। তার আগের স্বামী মারা যাওয়ার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং সবুজ মিয়া নামে একজনকে বিয়ে করেন। পরবর্তীতে সবুজ তাকে ফেলে চলে গেলে তিনি ছেলেকে সাথে নিয়ে বসবাস করতেন।
স্থানীয় চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন আগুনে পুড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ওই বৃদ্ধা নারী আগুনে পুড়ে মারা গেছেন।