নকলায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২ শেরপুরের নকলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাজমা আক্তার নাজু (২২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাজমা আক্তার ওরফে নাজু নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় গ্রামের কনিয়া পাড়া এলাকার মুদি দোকানদার আশকর আলীর ছোট মেয়ে এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামের কাঠমিস্ত্রী আলমগীর হোসেনের স্ত্রী। নিহত নাজমা ও আলমগীর হোসেনের ঘরে দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। জানা গেছে, নাজু তার স্বামী-সন্তানসহ দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে বসবাস করতেন। নাজু ভাত রান্না করার জন্য মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাইস কুকারের বৈদ্যুতিক সুইচ চাপতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নকলা থানার পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রেকর্ড করার পরে মরদেহ থানায় নিয়ে গেছে। নিহতের স্বামীসহ পরিবারের অনেকেই জানান, বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনের প্রক্রিয়া চলছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:শ্রীবরদীতে রক্তসৈনিকের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচিসরকারের কৃষিবান্ধন নীতির কারণে দেশের কৃষি দিনদিন আধুনিক হচ্ছে, শেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডি...পদোন্নতি প্রাপ্ত ঝিনাইগাতীর এসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা Post Views: ১৫৮ SHARES শেরপুর বিষয়: