শেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

‘জলাতঙ্ক : মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. জসিম উদ্দিন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আসমাউল হুসনাসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রাণীসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে জলাতঙ্ক দিবস উপ1লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।