ঝিনাইগাতীতে যুবলীগের উদ্যোগে শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা যুবলীগের দলীয় কর্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। আলোচনা সভায় শেখ হাসিনা’র আদর্শ ও কর্মময় জীবন এর তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (ঝিণাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা খাতুন শারমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেন, আওয়ামীলীগ নেতা শ্রী বিশ্বজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এসময় উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, যুবলীগ নেতা হাসানুজ্জামান হাসান, শাহাদৎ হোসেন মিলনসহ আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড এর নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:বিজয় টিভি প্রতিনিধিকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শেরপুরে প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিতশ্রীবরদীতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যুশেরপুরে ৬ দফা দাবি বাস্তবায়নে ৭ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘন্টার কর্ম বিরতির ঘোষণা শ্রমিক ফেডারেশনের Post Views: ১৬২ SHARES শেরপুর বিষয়: