ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল মেসির, জয়ের ধারায় পিএসজি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২২ ইন্টারন্যাশনাল ব্রেকে গিয়ে আর্জেন্টিনার হয়ে যে দুরন্ত ফর্মে ছিলেন লিওনেল মেসি, সেটা টেনে এনেছেন যেন পিএসজিতেও। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির ম্যাচ ছিল নিসের বিপক্ষে। এই ম্যাচেই তিনি নিলেন দুর্দান্ত এক ফ্রি-কিক। যাকে বলে মেসির ট্রেডমার্ক। সেই ফ্রি-কিক থেকেই অবিশ্বাস্য এক গোল করলেন পিএসজির আর্জেন্টাইন তারকা। সেন্টার বক্সের একেবারে মাথা থেকে বাম পায়ের ফ্রি-কিকটি নেন মেসি। নিসের ডিফেন্সকে বোকা বানানোর জন্য প্রথমে দৌড় দেন নেইমার। মনে হচ্ছিল যেন তিনিই কিকটা নেবেন। কিন্তু না, প্রতিপক্ষের এই বিভ্রান্তির সুযোগ নিয়ে ট্রেডমার্ক ফ্রি-কিকটি করে বসেন মেসিই। ২৯তম মিনিটে মেসির করা এই গোলের পর অবশ্য পিএসজি লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল হজম করে বসে তারা। কিন্তু বদলি হিসেবে মাঠে নামা কিলিয়ান এমবাপে ৮৩তম মিনিটে গোল করে ২-১ ব্যবধানে পিএসজির জয় নিশ্চিত করেন। Related posts:মেসির জাদুকরি গোলে লিগ চ্যাম্পিয়ন পিএসজিআঙুলের চোটে সাকিবের বিশ্বকাপ শেষ, ফিরছেন দেশেনিউজিল্যান্ড সফরের দল ঘোষণা টাইগারদের Post Views: ২২৫ SHARES খেলাধুলা বিষয়: