নকলায় প্রকৃতিপ্রেমীদের মন কাড়ছে কাশবনের সৌন্দর্য্য অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২ শেরপুর জেলাধীন নকলা উপজেলার নারায়নখোলা ও ব্রহ্মপুত্র নদ-নদীর আশপাশসহ বিভিন্ন অঞ্চল ছেঁয়ে গেছে কাশফুলে। বিশেষ করে প্রতিটা নদীর পাড়ে কাশফুল যেনো একেকটা সাম্রাজ্য। নীল আকাশের নিচে এ যেনো সাদা মেঘের ভেলা। নাগরিক কোলাহল থেকে একটু মুক্তি পেতে তাই এসব জায়গায় প্রতিদিনই ভিড় করছে বিভিন্ন বয়সের প্রকৃতিপ্রেমী মানুষজন। তারা কাশবনে ঘুরতে এসে আনন্দঘনন মুহুর্তগুলো করছেন ক্যামেরাবন্দী। বেলা গড়ালে ভিড় একটু কমলেও বিকেল থেকে যেন মানুষের ঢল নামে কাশবনে। সরেজমিনে গেলে দেখা যায়, নদীর পাড়ের বিস্তীর্ণ বালুর মাঠ জুড়ে ফুটেছে সাদা কাশফুল। যা দেখতে দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন। নিজ নিজ মুঠোফোনে সেলফি তুলতে ব্যস্ত সবাই। একজন আরেকজনের ছবি তুলছেন। প্রচণ্ড গরমের মধ্যেও একটু প্রশান্তির খোঁজে মন খুলে কাশবনের সৌন্দর্য্য উপভোগ করছেন দর্শনার্থীরা। Related posts:শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিতশেরপুর সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিতশেরপুরে ‘ডিবি পরিচয়ে’ চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই Post Views: ১৬৪ SHARES শেরপুর বিষয়: