শ্রীবরদীতে দেশীয় অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২ শেরপুরের শ্রীবরদীতে দেশীয় ১ টি ওয়ান শুটার গান, ১৩৪ বোতল বিদেশী মদ ও ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী ফারুক আহমেদ (৩৪) কে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর)। ১০ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী রাণীশিমুল ইউনিয়নের বালিজুরী দুর্গম পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারুক ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। জানা যায়, ১০ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি দুর্গম পাহাড়ি এলাকায় র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, ১৩৪ বোতল বিদেশি মদ এবং ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামি ফারুক আহমেদকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৬ হাজার ৫শ টাকা। ওই ঘটনায় শুক্রবার সকালে র্যাব বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। ফারুক আহমেদকে শ্রীবরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে দাফনের প্রায় ৭ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলনঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস Post Views: ১৮৫ SHARES শেরপুর বিষয়: