শেরপুর পলিটেকনিকে চুরি, সাতক্ষীরা থেকে আন্তঃজেলা চোর চক্রের থেকে ২ জন গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২ শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের দুর্ধর্ষ চুরির ঘটনায় সাতক্ষীরা থেকে আন্তঃজেলা চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া কিছু যন্ত্রাংশও। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মৃত জামালের ছেলে মো. এরশাদ (৩৬) ও একই এলাকার মৃত দেলোয়ারের ছেলে মো. হাসান (৩২)। ৩ ডিসেম্বর শনিবার দুপুরে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান। এর আগে গত ২৩ নভেম্বর গভীর রাতে শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় অবস্থিত শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের স্মার্ট ল্যাবে ওই চুরি সংঘটিত হয়। সংবাদ সম্মেলনে সুপার জানান, চোর চক্রটি দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে একই কায়দায় বিভিন্ন ল্যাব থেকে চুরি করে আসছিলো। গত ২৩ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসের দক্ষিণ-পূর্ব দিকের গ্রিল কেটে প্রবেশ করে ৩টি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। পরে ২৫ টি কম্পিউটারের প্রসেসর, ২৫টি র্যাম, ২২ টি হার্ডডিস্ক, ২টি সিপিইউ, অন্যান্য মূল্যবান যন্ত্রাংশসহ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ওইসময় তাদের উপস্থিতি টের পাওয়ায় অস্ত্রের মুখে দুই নিরাপত্তা কর্মীকে মারপিট করে হাত-পা বেধে সিঁড়ির নিচে ফেলে যায়। পরে সকালে তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় পরদিন ২৪ নভেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। শেরপুর পুলিশ সুপার আরও বলেন, আমরা ঘটনা জানার পরই একটি দল তদন্তে পাঠাই। তখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ন ক্লু পাই। তার উপর তথ্য-উপাত্ত গুলোকে যাচাইবাছাই করি। ইতোপূর্বে যে সকল পলিটেকনিকে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের সাথে কথা বলি এবং একই ডিজাইনের সকল পলিটেকনিক কর্তৃপক্ষকে সতর্কতায় থাকতে বলি। পাশাপাশি সকল থানায় তথ্য পাঠাই। পরে ২৯ নভেম্বর সাতক্ষীরা পলিটেকনিকে একই কায়দায় চুরি করতে গেলে তাদের আটক করা হয়। পরে শেরপুর থানা পুলিশ সাতক্ষীরাতে তার জবানবন্দী গ্রহণ করলে শেরপুরসহ বিভিন্ন পলিটেকনিকে চুরির কথা তারা স্বীকার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে, ঢাকা জেলার কদমতলী থানার জুরাইন এলাকার বিক্রমপুর প্লাজা থেকে একটি সিপিইউ, ২টি প্রসেসর, ৪টি র্যাম জব্দ করে শেরপুর সদর থানায় আনা হয়। সংবাদ সম্মেলনে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডিআইও-১ জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে বালি বোঝাই ট্রলির চাকায় পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুশেরপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিতঝিনাইগাতীতে কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদ্রাসা’র শুভ উদ্বোধন Post Views: ১৯৯ SHARES শেরপুর বিষয়: