চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯ অনলাইন ডেস্ক : দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী এ বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। তারা হলেন– যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম কায়েলিন ও গ্রেগ সেমেনজা ও যুক্তরাজ্যের পিটার র্যাটক্লিফ। সোমবার নোবেল কমিটি চিকিৎসায় এ বছরের নোবেলজয়ী হিসেবে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা শুরু হলো। নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, দেহকোষ কীভাবে অক্সিজেনের উপস্থিতি বুঝতে এবং এর সঙ্গে মানিয়ে নিতে পারে সে বিষয়টি আবিষ্কারের জন্যই তিন বিজ্ঞানীকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এ বছর পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ১৪ হাজার ডলার) এই তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে। ক্যান্সারের চিকিৎসায় নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন থেরাপি আবিষ্কার করে গতবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসাকু হোনজো। Related posts:এগুলো আপনাকে মানায় না : শ্রাবন্তীর উদ্দেশে ভক্তরাযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল কিনবে তুরস্ক: এরদোগানভয়াবহ হামলার পর ক্রিমিনা শহর দখলে নিলো রাশিয়া Post Views: ১৬৮ SHARES আন্তর্জাতিক বিষয়: