শিষ্যরা আর্জেন্টিনার ম্যাচ দেখলে হতাশ হবেন ডমিঙ্গো অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২ বর্তমানে বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার দিবাগত রাত ১টায় লড়তে যাচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ঠিক পরের দিন বুধবার মাঠে নামবে বাংলাদেশ এবং ভারত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে এই দুদলের লড়াই। তাই লিওনেল মেসিদের খেলা থাকলেও রাত জেগে ক্রিকেটাররা আর্জেন্টিনার খেলা দেখলে হতাশ হবেন বলে জানিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। জানালেন, সকালে খেলা থাকলে আপনি রাত জেগে খেলা দেখতে পারেন না। এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, সবাইকে ঘুমাতে যেতে হবে। খুবই সাধারণ বিষয়। আপনার যদি সকাল সাড়ে নয়টায় টেস্ট ম্যাচ শুরু হয়, তাহলে আপনি কখনোই রাত তিনটা পর্যন্ত জেগে খেলা দেখতে পারেন না। আমার মতে, এটা হবে বোকামি। তারা যদি এটা করে, আমি খুব হতাশ হব।’ বাংলাদেশ দলে সাকিব আল হাসান থেকে শুরু করে নুরুল হাসান সোহান কিংবা মুশফিকুর রহিম অধিকাংশ খেলোয়াড়ই লিওনেল মেসির ভক্ত। সুতরাং বিশ্বকাপের মত বিশ্ব আসরের সেমিফাইনাল ম্যাচ দেখাটা তাদের জন্য খুব স্বাভাবিক ব্যাপারই ছিল। তবে সকালে বিরাট কোহলিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় রাত জেগে খেলা দেখাটা ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে তাদের জন্য। এমন পরিস্থিতিতে ক্রিকেটাররা কী করেন সেটাই এখন দেখার বিষয়। Related posts:ড্রেসিংরুমে তখন মিথ্যাচার হয়েছে : মাশরাফিহাসপাতালে শচীন টেন্ডুলকারজাতীয় দলের দায়িত্বে সিডন্স Post Views: ১২৩ SHARES খেলাধুলা বিষয়: