নকলায় মশলায় ভেজাল করার অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩ শেরপুরের নকলায় চাউলের খুঁদ মিশিয়ে মশলা তৈরির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৮ জানুয়ারি) দুপুরদিকে পৌর শহরের উত্তর বাজার জোড়াব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। তিনি জানান, মিলে চাউলের খুঁদ মিশিয়ে হলুদ, মরিচ, মশলা তৈরি করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল এক অসাধু ব্যবসায়ী। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোজাম্মেল হক (৫০) পিতা মোঃ মমতাজ সাং নকলাকে ১০০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে আর যেনো এমন কাজ না করেন সেজন্য সতর্ক করার পাশাপাশি সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। Related posts:নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং পরিচালনা করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে জরিমানাবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শ্রীবরদীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিলশেরপুরে কোরবানির পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা Post Views: ১০২ SHARES শেরপুর বিষয়: