শেরপুরে গাঁজাসহ সহোদর দুই ভাই গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩ শেরপুরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে গাঁজাসহ সহোদর দুই ভাই গ্রেফতার। মঙ্গলবার শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া এলাকা থেকে রাত সাড়ে ১০টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঢনঢনিয়া এলাকার মো. নূর ইসলাম এর দুই ছেলে মোফাজ্জল হক (৪৮) ও মো. জুলহাস উদ্দিন (৪৫)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি মো. মুশফিকুর রহমান এর পরামর্শক্রমে উপ-পুলিশ পরিদর্শক এসআই সাইফুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি অভিযানিক দল ঢনঢনিয়া এলাকায় অভিযান চালায়। এসময় নিজ বসতভিটা থেকে দুই ভাইকে ১কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করে। পরে উভয়কে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করে। এ ঘটনায় তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি ডিবি মো. মুশফিকুর রহমান। Related posts:শেরপুরে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন শ্রমিক নেতা আরিফ রেজানকলায় জাতীয় যুব দিবস উদযাপিতশ্রীবরদীতে ৭৭৫ পিস ইয়াবাসহ আটক ২ Post Views: ২১৮ SHARES শেরপুর বিষয়: