নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৩

স্মার্ট বাংলদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে শেষ হয়ে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।