ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজে স্নাতক ১ম বর্ষ ও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার দুপুরে কলেজ মাঠ চত্ত্বরে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমান। ওই কলেজের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ, শ্রীবরদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আলিফ উল্লাহ আহসান, সরকারী নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, একাদশ শ্রেণির ছাত্রী নুসরাত তাবাচ্ছুম নাফিজা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগমসহ ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদেরকে আদিবাসীদের নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। Related posts:৬ষ্ঠ বর্ষে বিডি আইটি জোননকলায় স্বামীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দ্বিতীয় স্ত্রী গ্রেফতারশেখ হাসিনাকে হত্যার হুমকি ॥ শেরপুরে আ’লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ Post Views: ১৭২ SHARES শেরপুর বিষয়: