বাংলাদেশের সাংবাদিকতা হচ্ছে কুমির ভর্তি পুকুরে সাঁতার কাটার মতো : মনজুরুল আহসান বুলবুল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, মে ৬, ২০২৩ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেছেন, ‘বাংলাদেশের সাংবাদিকতা হচ্ছে কুমির ভর্তি পুকুরে সাঁতার কাটার মতো। এতে নানা জাতের কুমির আছে। আপনি যদি কুমিরের সামনে দিয়ে যান তাহলে কামড় খেতে পারেন। লেজে গেলে লেজেও ছোবল দিতে পারে৷ এই কুমির কখনো সরকার, কখনো প্রশাসন, কখনোচ চোরাকারবারি, কখনোবা দুর্বৃত্তরা। অর্থ্যাৎ যাদের বিরুদ্ধেই খবর প্রকাশিত হয় তাঁরাই কুমির হয়ে যায়। কাকে কোন কুমির কখন ধরবে তার কোন তালিকা করা সম্ভব নয়। আপনি সাংবাদিকতা করলে কোন কুমিরের ছোবলে কখন পড়বেন তা বলা মুশকিল।’ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ৫ মে শুক্রবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নালিতাড়ী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার বা প্রশাসনই শুধু কুমির হিসেবে ধরার চেষ্টা করে না। এখানে নানা জাতের কুমির থাকে। পাকিস্তান আমলে এক ধরনের কুমির ছিলো, স্বাধীনতার পরে এক ধরনের কুমির ছিলো আর এখন এক ধরনের কুমির হয়েছে। আমরা পুকুরে, সাগরে সাঁতার কাটবো। কিন্তু যদি বলি পুকুরেই নামবো না,কুমির আছে তাহলে তো চলবে না। কুমির থাকবেই আমাদেরকেও সাঁতার জানতে হবে যে কোন ফাঁক দিয়ে যাওয়া যায়। দিবসটি নিয়ে তিনি বলেন, এক বছরে সাংবাদিকেরা কতদূর এগিয়েছে, কতদূর এগিয়ে যাওয়া উচিত ছিলো তা জানার জন্য হলেও এই দিবসটি পালন করা উচিত। বিশ্বের ৭৩ টি দেশে সংবাদপত্র সংক্রান্ত জটিলতা আছে। আমাদের বাংলাদেশও তাঁর মধ্যে একটি। মুক্ত গণমাধ্যমের দিক থেকে বাংলাদেশকে আংশিক স্বাধীন দেশ হিসেবে বিবেচিত করা হয়। আমদের সংবিধানে সকলের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া থাকলেও শুধু একটি ‘তবে’ যুক্ত করে সেখানে ২৯ টি আইন রাখা হয়েছে৷ যার কিছু পুরাতন আইন, কিছু নতুন আবার কিছু না আইন। সাংবাদিকতায় আমরা ভাল জায়গায় নেই। তবে এই দায় শুধু সরকারের নয় বলেও মন্তব্য করেন তিনি। এসময় সেমিনারে নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার প্রমুখ। এছাড়াও সেমিনারে জেলার ৫ টি উপজেলার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে করোনায় ২ নারীর মৃত্যু, মোট মৃত্যু ৪০ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৯ম শ্রেণীর শিক্ষার্থী সোনিয়ানকলায় ফাসিঁতে ঝুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু Post Views: ১১৭ SHARES শেরপুর বিষয়: