শেরপুরে ঐতিহাসিক ঝাউগড়া গণহত্যা দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মে ১১, ২০২৩ শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ঝাউগড়া গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১০ মে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা এলাকায় নির্মিত ঝাউগড়া শহীদ স্মৃতিস্মারকে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জ্বল হোসেন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন, ভাতশালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুন নাহার প্রমুখ। সভার শুরুতে ঝাউগড়া গণহত্যায় নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিস্মারকে ফুল দেন জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ। আরও বক্তব্য দেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরুর কিছুদিন পর নিরাপদ আশ্রয়ের সন্ধানে শেরপুর শহর থেকে কয়েকটি পরিবার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা স্কুলসংলগ্ন মহেন্দ্র দের বাড়িতে আশ্রয় নেয়। ১০ মে স্থানীয় রাজাকার-আলবদরদের সহযোগিতায় এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী হামলা চালায়। ওই দিন পাকিস্তানি সেনাবাহিনী হিন্দু সম্প্রদায়ের ৮ জন ব্যক্তিকে সদর উপজেলার মৃগী নদীর হাঁটুপানিতে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। শহীদরা হলেন চৌথমল কারুয়া, নিবারণ চন্দ্র সাহা, গোপেশ্বর সাহা, নিহার বসাক, মহেন্দ্র দে, চিত্ত বিশ্বাস, নেপাল বিশ্বাস ও ভক্তরাম বিশ্বাস। তাঁদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে ২০২০ সালে ঝাউগড়া শহীদ স্মৃতিস্মারক নির্মাণ করা হয়। Related posts:করোনা প্রতিরোধে ভয় না পেয়ে সচেতন হতে হবে ॥ পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমআজ ঝিনাইগাতী মুক্ত দিবসশেরপুরে তুচ্ছ ঘটনায় সময় টিভির প্রতিনিধির উপর হামলা, আটক ১ Post Views: ২৪১ SHARES শেরপুর বিষয়: