নকলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মে ২২, ২০২৩

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় ও খাজনা দেওয়াসহ নানা সেবা নিয়ে শেরপুরের নকলায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ উপলক্ষে ২২ মে সোমবার দুপুর দিকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ। এর পর ভূমি সেবার মানউন্নয়ন ও সহজীকরণ বিষয়ে ভূমি অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
এ সময় উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা কমর্চারী ও উপজেলার বিভিন্ন যায়গা থেকে আসা সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।