নকলায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ১, ২০২৩ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শেরপুরের নকলায় (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় প্রকল্পের আওতায় “সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি” বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১জুন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জেলার যুব উন্নয়ন উপপরিচালক নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তর (গ্রেড-১) এর মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন। এতে বক্তব্য রাখেন যুব উন্নয়নের প্রকল্প পরিচালক ইমপ্যাক্ট ৩য় পর্যায় ড. আলমগীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, পরিকল্পনা কমিশন সিনিয়র সহকারী প্রধান সাদিয়া শাহনাজ খানম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ। বক্তারা বায়োগ্যাস প্রযুক্তি প্লান্ট তৈরি ও এ বিষয় প্রশিক্ষণ গ্রহণকারীদের সঠিক ভাবে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। Related posts:শ্রীবরদীতে কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানশ্রীবরদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ঝিনাইগাতীতে ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণে সহযোগিতা করায় গ্রেফতার ১ Post Views: ২৩৯ SHARES শেরপুর বিষয়: