শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২৩ শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বিভিন্ন বাজারে নির্বাচনী গণসংযোগ ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন সাবেক সংসদ সদস্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, জেলা যুব মহিলা লীগের সভাপতি, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ১৯ জুন সোমাবার ওই ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। ওইসময় সাবেক এমপি শ্যামলী বলেন, আমি সদর আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আপনারা আমার জন্য দোয়া করবেন। দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে আপনাদের নিয়ে একটি পরিচ্ছন্ন নান্দনিক ও আধুনিক শেরপুর গড়ে তুলবো। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ওইসময় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসনিম, আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর, শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুক, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহারসহ জেলা যুব মহিলা লীগ নেত্রী নাহিদ রহমান জুলি, লতিফা আক্তার লাকী, মুক্তি বিশ্বাস, লাভলী আক্তার, বৃষ্টি সাহা, পূজা পাল, সুমি বিশ্বাস, রিতা, জেসমিন আক্তারসহ যুব মহিলা লীগের সকল ইউনিটের নেতা-কর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগশেরপুরে ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যাঢাকাস্থ শেরপুর জেলা সমিতি'র করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর Post Views: ৫৫১ SHARES শেরপুর বিষয়: