জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নকলায় মতবিনিময় সভা

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় মতবিনিময় সভা করেছে মৎস্য অফিস। ২৪ জুলাই সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক, সুধীজন ও প্রান্তিক মৎস্য চাষীদের সাথে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে উপজেলায় মাছের চাহিদা ৫১১৯ হাজার মেট্রিক টন থাকলেও উৎপাদন হচ্ছে ৫৭২৩ হাজার মেট্রিক টন।
মতবিনিময় সভায় জানানো হয়, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।
এবারের মৎস্য সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ২৫ জুলাই মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা, মাইকিং ও প্রচার-প্রচারণা, সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, বিভিন্ন পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ এবং উপকরণ বিতরণ ইত্যাদি।
এসময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. হাফিজ উদ্দিন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য মাহবুবুর রহমানসহ উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।