নালিতাবাড়িতে সোহাগপুর বিধবাপল্লী গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

নালিতাবাড়ী উপজেলার মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ‘সোহাগপুর বিধবাপল্লী’ গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মৃতিতে নির্মিত সৌরজায়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, বীরাঙ্গনা ও শহীদ জায়া পরিবারকে সংবর্ধনা, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও শহীদ জায়া পরিবারের সাথে কথা বলে জানা যায়, ১৯৭১ সালের ২৫ জুলাই পাকহানাদার বাহিনী ও তাদের দোসরদের নারকীয় তান্ডবে এ গ্রামে সংঘটিত হয় গণহত্যা। তাদের নৃশংসতা, বর্বরতায় নিভে যায় ১৮৭ জন পুরুষের তাজা প্রাণ। সম্ভ্রমহারা হন ১২ জন গৃহবধূ। নি:শেষ হয়ে যায় শতাধিক পরিবারের স্বপ্ন। তাঁরা সবাই ছিলেন, খেঁটে খাওয়া মানুষ। স্বাধীনতা অর্জনের পর গ্রামটির নাম পাল্টে হয়ে যায় বিধবাপল্লী। জীবন সংগ্রামের কঠিন বাস্তবতা নিয়ে এ গ্রামে ৫৮ জন নারী বিধবা হয়েছিলেন। এখনও বেঁচে আছে ২২ জন স্বামী-সন্তান হারা বিধবা, একজন মৃত্যুবরণ করায় ১২ বীরাঙ্গণার মধ্যে ১১ জন এবং শহীদ পরিবারের অর্ধশতাধিক সদস্য। এখন সরকার আর প্রশাসনের নেক নজরে গ্রামটি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। শোকের মাঝেও যেন সেখানে লেগেছে সুখের ছোঁয়া।
দিবসটি উপলক্ষ্যে সকালে শহীদদের স্মৃতিতে নির্মিত সৌরজায়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউছার, কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীরাজ্ঞনা হাফিজা বেওয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল।
পরে বীরাঙ্গনা ও শহীদ জায়া পরিবারকে সংবর্ধনা, নগদ এক হাজার করে টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।