ঝিনাইগাতীতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ৫ আগস্ট শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একই সাথে ঝিনাইগাতী থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শেখ কামালের স্মৃতিচারণ তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। এছাড়াও সভায় শেখ কামালের স্মৃতিচারণ তুলে ধরে আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ফয়জুর রাজ্জাক আকন্দ, পল্লী উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ অন্যান্যরা। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে সুবিধাভোগীদের মাঝে গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। বাদ যোহর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ ও উপজেলার সকল মসজিদে শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। Related posts:শেরপুরে ছাগলের পেট থেকে বাছুরের জন্ম!ঝিনাইগাতীতে মুজিববর্ষ উপলক্ষে বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনআজ শেরপুরে সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক সভাপতি আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী Post Views: ২৮৬ SHARES শেরপুর বিষয়: