বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে: কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।’ ১৫ আগস্ট মঙ্গলবার ভোরে জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।কাদের বলেন, তারা, স্বাধীনতার বিরুদ্ধে আঘাত আনতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থেকে মোকাবিলা করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ এত দিনে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতো। স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অভিন্ন শত্রু। Related posts:বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংশ্লিষ্ট আসনে উপ-নির্বাচন হবে- তথ্যমন্ত্রীবিএনপি খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও রাজনীতি করছে : হুইপ স্বপনবিএনপি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল: কাদের Post Views: ১৭২ SHARES রাজনীতি বিষয়: