ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের নেতৃত্বে উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় আরো পুষ্পমাল্য অর্পন করেন, ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষে ওসি মনিরুল আলম ভুইয়াসহ পুলিশের অন্যান্য সদস্যগণ এবং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পুষ্পমাল্য অর্পন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবর্গের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, সুরুজ্জামান আকন্দ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা সমাজসেবা কমকর্তা মোর্শেদা আক্তার মনি, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মান্নান, রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ। এছাড়াও শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, দোয়া এবং মিলাদ-মাহফিল। Related posts:শেরপুরে ২৭০০ টাকার পাঞ্জাবি কিনে সাড়ে ৩ লাখ টাকার মোটরসাইকেল পেলেন শিক্ষকশেরপুরে তরমুজের বাজার নিয়ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানশেরপুরে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত Post Views: ২৭১ SHARES শেরপুর বিষয়: