এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে নেই আতহার আলীর নাম

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

অনেক নাটকীয়তার পর এশিয়া কাপ শুরু হচ্ছে এ মাসের শেষে। টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র ১১ দিন। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট নিয়ে আলোচনা-সমালোচনা কমছে না কোনভাবেই। নতুন করে সংশয় শুরু হয়েছে এবারের আসরের ধারাভাষ্য প্যানেল নিয়ে।

কদিন আগেই জানানো হয়েছিল এবারে এশিয়া কাপে ১২ জন ধারাভাষ্যকারের নাম। সেখানে একমাত্র বাংলাদেশী হিসেবে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের আতহার আলী খান। তবে টুর্নামেন্টের অফিশিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস নতুন করে আবার ধারাভাষ্য প্যানেল কেমন হবে তা জানিয়েছে। আর তাতে নেই আতহারের নাম।
এর আগে প্রকাশিত তালিকায় আতহারের সঙ্গে ছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তী রাসেল আর্নল্ডের নাম। তবে বাদ পড়েছেন তিনিও। একই সঙ্গে নিপেক্ষ ধারাভাষ্যকার হিসেবে থাকা স্কট স্টাইরিসের নামও নেই নতুন তালিকায়।
এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেল কেমন হবে তা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেছে স্টার স্পোর্টস। তাতে দেখা হয়েছেন নতুন করে আরও বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার যুক্ত হয়েছেন ধারাভাষ্য প্যানেলে। এদের মধ্যে আছেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন এবং ইংল্যান্ডের ডমিনিক কর্ক।
ধারাভাষ্য প্যানেলে পাকিস্তান থেকে আছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, বাজিদ খান। তবে রমিজ রাজার জায়গায় এসেছেন আমির সোহেল। লঙ্কানদের মধ্যে রাসেল আর্নল্ডের জায়গায় এসেছেন মারভান আতুপাতু। আর তালিকায় সবচেয়ে বেশি আছে ভারতের ধারাভাষ্যকার। এদের মধ্যে রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, ইরফান পাঠান, সঞ্জয় মাঞ্জেকার, গৌতম গম্ভীর উল্লেখযোগ্য।