নকলায় গাঁজাসহ আটক ১

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

শেরপুরের নকলায় ৫০০ গ্রাম গাঁজাসহ জহির হোসেন টিটু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
২২ আগস্ট মঙ্গলবার রাতে গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বিদ্যুৎ টাওয়ার পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। টিটু ওই গ্রামে জামাল উদ্দিনের ছেলে।

নকল থানার এসআই বিপ্লব মোহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিটুকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই ঘ্টনায় নকলা থানায় মামলা রুজু করে টিটুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।