এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই: সাকিব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩ দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর মাত্র তিন দিন বাকি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট শুরু হতে। এবারের আসর সামনে রেখে বেশ কয়েকদিন ধরেই মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগামীকাল ২৭ আগস্ট শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছাড়বে টাইগাররা। এর আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে সাকিব জানিয়েছেন, দলের প্রস্তুতি এবং স্কোয়াড খুব ভালো হয়েছে। এছাড়া এবারের আসরে অনেক দূর যাবেন বলে আশাবাদও ব্যক্ত করেন তিনি। ওয়ানডে অধিনায়ক হবার পর এবারই প্রথম সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। আগামীকাল তিনি দল নিয়ে দেশ ছাড়বেন এশিয়া কাপের উদ্দেশ্যে। আসন্ন এ টুর্নামেন্ট উপলক্ষে দলের প্রস্তুতি কেমন হয়েছে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘কোচ যেটা বলল, খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমিও যতদূর কথা বলেছি এবং জেনেছি সবাই খুব ভালো অবস্থায় আছে। দুর্ভাগ্যজনক যে এবাদত আমাদের সাথে যেতে পারছে না, ও গুরুত্বপূর্ণ অংশ ছিল। সেই জায়গা থেকে একটু সেটব্যাক। তারপরও বলব যে প্রস্তুতি ও স্কোয়াড আছে, আমরা অনেকদূর যেতে পারব।’ এবারের আসরে সবগুলো ম্যাচেই জয়ের লক্ষ্যের কথাও জানিয়েছেন সাকিব। তবে আগেই বড় কোনো লক্ষ্যের জন্য না ছুটে ধাপে ধাপে সামনে এগোনোর কথা জানিয়েছেন তিনি। সাকিব বলেন, ‘আগে কোয়ালিফাই করতে হবে। একটা একটা ম্যাচ করে এগোতে চাই। প্রতিটি ম্যাচ চিন্তা করে ভালো ফলাফলের চেষ্টা করব। যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করব।’ এদিকে এশিয়া কাপের জন্য ঘোষীত ১৭ সদস্যের দলে আছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী একাধিক সদস্য। তাদের উইনিং মেন্টালিটি দলের জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে সাকিব বলেন, ‘ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে, তাদের ভেতর ওই উইনিং মেন্টালিটিটা আছে। সেই মানসিকতাটা এখানেও তারা টেনে নিয়ে আসবে। ড্রেসিং রুমের আবহটাও সেভাবেই গড়ে দেবে, এমনটাই আশা করছি।’ এছাড়া তামিম ইকবালের বদলে দলে সুযোগ পাওয়া তরুণ তানজিদ তামিমকে নিয়ে সাকিব বলেন, ‘তানজিদ তামিমের কাছে আমার চাওয়া একটাই, ও এতদিন যেভাবে খেলে এসেছে, সেভাবেই যেন খেলে। ও যেখানেই খেলেছে, পারফর্ম করেছে, সেটাই যেন ধরে রাখে এখনও। এই দুটো ম্যাচে পারফর্ম করলেই তার ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে, কিংবা এখানে পারফর্ম করতে না পারলেই যে সব শেষ, বিষয়টা এমন নয়। আমি চাই ও পারফর্ম করুক, যেভাবে শেষ কিছু দিনে করেছে, তেমন।’ Related posts:ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতনারী বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রকে ২৭০ রানে হারাল বাংলাদেশটি-২০ স্কোয়াডে চার নতুন মুখ, সাকিব-মুশফিকসহ বাদ পড়লো ৬ জন Post Views: ১৫১ SHARES খেলাধুলা বিষয়: