শেখ হাসিনা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছেন: মতিয়া চৌধুরী

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নতির পথে এগোচ্ছে। ৭৫ এ জাতির পিতাকে হত্যার মাধ্যমে খুনি মুস্তাক জিয়া গং চেয়েছিল দেশকে অন্ধকারে নিয়ে যেতে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করেছেন।

২৮ আগস্ট সোমবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
বেগম মতিয়া চৌধুরী বলেন, আমি কৃষিবিদ নই কিন্তু কৃষকদের উন্নত জীবন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর যে আপ্রাণ চেষ্টা সে চেষ্টায় আমিও আপনাদের সঙ্গে আছি।
এর আগে আলোচনা সভায় আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের সহ-সভাপতি কৃষিবিদ ডা. মো. মাহবুব আলম ফারুকের সভাপতিত্বে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন কৃষিবিদ মো. মোবারক আলী, সাবেক মহাসচিব, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও সাবেক মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষিবিদ প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। কৃষিবিদ প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন মিয়া, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।