শেরপুরে মরহুম সেলিম রেজা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

শেরপুরে প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার শীতলপুর যুব সংঘের উদ্যোগে শহরের ঢাকলহাটী মোড়ে ওই ফাইনাল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামলী সুপার অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ শিল্পপতি মো: শুভ রেজা।


খেলায় অংশগ্রহণকারী আজাহার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রবিন একাদশ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন হাবিবুর রহমান ও ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছেন রবিন। পরে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি মো: শুভ রেজা।
খেলায় সখিনা অটো রাইস মিলের স্বত্তাধিকারী আলহাজ্ব হামেজ উদ্দিন চিকু মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক উমর ফারুক, শেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল হক ছলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।