ঝিনাইগাতীতে ২৭ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে ২৭ বোতল ভারতীয় মদসহ জুয়েল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল (৩৪) উপজেলার ডাকাবর গ্রামের কালা চানের পুত্র। ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার সকাল ৮টার দিকে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা উক্ত স্থানে অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। Related posts:শেরপুরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করলেন পুলিশ সুপারশেরপুর প্রেসক্লাবের সভায় ৩ সাংবাদিকের মাতা-পিতার মৃত্যুতে শোক প্রস্তাব ॥ বনভোজন ২৯ ফেব্রুয়ারিশেরপুরে নারী রক্তদান সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Post Views: ২৮৫ SHARES শেরপুর বিষয়: