তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।
বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ঘোষিত তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে। আর নির্বাচনের যে ট্রেন ছেড়ে গেল তা থামানোর ক্ষমতা বিএনপির নেই। সংলাপের সুযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড ল্যু আর সিইসির সংলাপের কথা এক নয়।
রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ১৭ নভেম্বর ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন থেকেই বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।