শেরপুরে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সাবেক এমপি শ্যামলীর মতবিনিময় সভা

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপিকে বিজয়ী করতে গণসংযোগ ও মতবিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।

২ জানুয়ারি মঙ্গলবার পৌরসভার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে ওই গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।


ওইসময় সাবেক এমপি শ্যামলী বলেন, দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ৭ জানুয়ারি সবাই মিলে নৌকাকে বিজয়ী করবো। দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। নৌকা আমাদের প্রাণের স্পন্দন তাই ঢাকলহাটী কেন্দ্রে আমরা সবাই নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবো। তিনি আরও বলেন, আমি সব সময় আপনাদের কথা চিন্তা করি। আপনারা কি ভাবে ভালো থাকবেন সেটা নিয়ে রাত-দিন চিন্তা করি। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সকলকে সেবা দিয়ে যাবো।


ওইসময় জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ রেজা বলেন, শেরপুরকে শান্তিতে রাখতে আগামী ৭ জানুয়ারি সকলেই নৌকা মার্কায় ভোট দিবো। শেরপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি একাত্বতা পোষণ করে, দেশরত্ন শেখ হাসিনার আদর্শের প্রতি একাত্বতা পোষণ করে এবং মরহুম সেলিম রেজার আদর্শের প্রতি একাত্বতা পোষণ করে ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিবেন।


ওইসময় বক্তব রাখেন তরুণ শিল্পপতি মো. শুভ রেজা, জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হোসেন আলী, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের বার্তা সম্পাদক উমর ফারুক জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নীলা মিয়া, ফারুক আহম্মেদ, আ: হান্নান, মোকলেসুর রহমান মোকলেস, সুমন মিয়া, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জামান, রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।