শপথ নিলেন শেরপুরের নির্বাচিত ৩ সংসদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে নির্বাচিত সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু, বেগম মতিয়া চৌধুরী ও এডিএম শহীদুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। ১০ জানুয়ারি বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এদিকে শপথ গ্রহণের পরপরই শেরপুর-১ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে মো. ছানুয়ার হোসেন ছানু প্রথমবারের মতো, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী ষষ্ঠবারের মতো ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ প্রার্থী এডিএম শহীদুল ইসলাম প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। Related posts:যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে ॥ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদশেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ২ দিন যুবকের লাশ উদ্ধারশেরপুরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ Post Views: ১৯৬ SHARES শেরপুর বিষয়: