সানিয়ার সঙ্গে বিচ্ছেদ জল্পনার মধ্যেই দ্বিতীয় বিয়ে করলেন শোয়েব মালিক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪ আবারও বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক (৪১)। প্রথম স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যে দ্বিতীয় বিয়ে করলেন পাকিস্তানের এ ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শোয়েব। খবর জিও টিভির। শনিবার ফেসবুকে এক পোস্টে বিয়ে করার বিষয়টি জানান শোয়েব। স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে ২টি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’ জানা গেছে, শোয়েব এবার বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের (৩০) সঙ্গে। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন। জানা গেছে, সানিয়া মির্জা বর্তমানে ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে। তার মাঝেই দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন শোয়েব। উল্লেখ্য, ২০১০ সালে বিয়ে হয়েছিল সানিয়া এবং শোয়েবের। তাদের আলাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়। শোয়েব গিয়েছিলেন পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে। আর সানিয়া সেই সময় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে গিয়েছিলেন সেই দেশে। সেই আলাপ পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। ২০১০ সালে বিয়ে করেন তারা। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। Related posts:সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসৌম্য সরকারের রাজকীয় বউভাতদিবালার তিন মিনিটের জাদুতে জয় জুভদের Post Views: ১৬৪ SHARES খেলাধুলা বিষয়: