শেরপুরে ১৭, ২৫ ও ২৬ মার্চ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪

শেরপুরে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, প্যানেল মেয়র মো. কামাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু প্রমুখ।
সভায় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। ওইসময় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।