শেরপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ আটক ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৪ শেরপুরে নেশা জাতীয় ইনজেকশনসহ আফজাল হোসেন (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ১৮ মার্চ সোমবার সন্ধ্যায় শহরের মধ্য নওহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: আবরার ফয়সাল সাদীর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল শেরপুর শহরের মধ্য নওহাটা এলাকায় অভিযান পরিচালনা করে ২৯৫ পিস নেশা জাতীয় ইনজেকশন (Buprenorphine Injection I.P. 2ml) ও ০১টি মোবাইল ফোন (সিমসহ) এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত টাকা। গ্রেফতারকৃত আফজাল হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর থানার বৈগ্রাম এলাকার মৃত আহাদ আলীর ছেলে। এ ব্যাপারে র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ আবরার ফয়সাল সাদী বলেন, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। Related posts:শ্রীবরদীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশওমিক্রন প্রতিরোধে ঝিনাইগাতীতে মাস্ক বিতরণ করলেন এসিল্যান্ড জয়নাল আবেদীনঝিনাইগাতীতে নবাগত ইউএনও’র বরণ অনুষ্ঠান Post Views: ১২৬ SHARES শেরপুর বিষয়: