শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪

আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পরিকল্পিত নীলনকশা অনুযায়ী নিরস্ত্র বাঙালীর ওপর গণহত্যা শুরু করেছিল।

দিবসটি উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধাগণ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।